Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নোয়াখালী জেলার জনসংখ্যা : - ৩৬,২৫,৪৪২ জন, ( পুরুষ :-১৭,৩১,১৫২ জন, নারী :-১৮,৯৪,১৭০ জন, হিজড়া :- ১২০ জন ),  জনসংখ্যা বৃদ্ধির হার :- ১.৩৭ %  , জনসংখ্যার ঘনত্ব :- ৯৮৪ জন ( প্রতি বর্গ কিলো মিটার ),  শিক্ষার হার :- ৭৫.৫২ %, ( নারী শিক্ষার হার :-৭৫.৪১ % এবং পুরুষ শিক্ষার হার :-৭৫.৬৪ % ), মোট খানার সংখ্যা :- ৭৭,৫,৭০৪ টি, খানার আকার :- ৪.৬২ জন,  ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা :- ৪৩.০১ % ।


Title
Office order for field staffs _ Noakhali_UCDS Project
Details

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন “পরিবেশ, জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্প” এবংUNDP Bangladesh কর্তৃক যৌথভাবে পরিবেশগত (পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি) পরিসংখ্যান কার্যক্রম শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিকি করণের লক্ষে অত্র জেলা পরিসংখ্যান কার্যালয়, নোয়াখালী-এর সম্মেলন কক্ষে আগামী ২৭ নভেম্বর, ২০১৯ খ্রি. তারিখে দিনব্যাপী “Capacity Building for generating SDGs data with focus on Environment, Climate Change, and Disaster Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অত্র জেলা পরিসংখ্যান কার্যালয়, নোয়াখালী-এর নিম্ন বর্ণিত কর্মকর্তা/কর্মচারীগণকে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে অংশ গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

Publish Date
07/11/2019
Archieve Date
31/01/2020